জনগণ যতক্ষণ সাথে আছে, ততক্ষণ চিন্তার কিছু নেই : প্রধানমন্ত্রী

আজাদী অনলাইন | মঙ্গলবার , ১১ অক্টোবর, ২০২২ at ১:১১ অপরাহ্ণ

জনগণই হচ্ছে আওয়ামী লীগের বড় শক্তি। জনগণ যতক্ষণ আওয়ামী লীগের সাথে আছে, ততক্ষণ চিন্তার কিছু নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন, বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ। এ দেশে ঝড়-ঝাপটা, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ লেগেই থাকে। এগুলো সবসময় মোকাবেলা করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। সেটা সরকার করতে পারবে। এজন্য জনগণকে উদ্বুদ্ধ করে তাদেরকেই কাজে লাগাতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা আরও বলেন, যেভাবে আমরা করোনা মোকাবেলা করেছি, ঠিক সেভাবে যুদ্ধের সময় অর্থনৈতিক মন্দা ও ভয়াবহতা থেকে দেশকে রক্ষা করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বিশ্বদরবারে আমাদের যে সম্মান প্রতিষ্ঠিত হয়েছে তা ধরে রাখতে হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে করোনায় নতুন আক্রান্ত ৩১
পরবর্তী নিবন্ধসুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী তুলে দিল সিআইইউর এসডব্লিউএস