সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী তুলে দিল সিআইইউর এসডব্লিউএস

| মঙ্গলবার , ১১ অক্টোবর, ২০২২ at ৬:০২ অপরাহ্ণ

চট্টগ্রাম শহরে পরিচালিত অনন্ত প্রাথমিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বর্ণিল একটি দিন কাটালেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির (সিআইইউ-এসডব্লিউএস) সদস্যরা।

এই সময় তারা সেখানকার শিশুদের সঙ্গে সারাদিন আনন্দে মেতে উঠেন। বিতরণ করেন শিক্ষার নানা উপকরণ। আয়োজন করেন ছবি আঁকা, খেলাধুলা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার। পরে বিজয়ীদের হাতে পুরস্কারও তুলে দেন ক্লাবের সদস্যরা।

সম্প্রতি নগরের আকবর শাহ হাউজিং সোসাইটি এলাকার অনন্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম পরিদর্শনে যান সিআইইউর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা। ইউনাইটেড থিয়েটার ফর সোশ্যাল অ্যাকশন (উৎস) এর তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে এই স্কুলটি।
অনুষ্ঠানে শিশুদের হাতে পুরস্কার তুলে দেন সিআইইউর স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (স্ল্যাস) এর উপদেষ্টা অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ। এই সময় তিনি সিআইইউর শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সমাজের মানুষের জন্য হাত বাড়িয়ে দেওয়ার এমন উদ্যোগের প্রশংসা করেন।

এদিকে, অনুষ্ঠানে পুরস্কার পয়ে ভীষণ খুশি হয় অনন্ত প্রাথমিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিশুরা। অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়ে। প্রায় ৭০ জন শিশুর মাঝে ক্লাবের পক্ষ থেকে শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়।

সিআইইউর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যদের মাঝে ইনতেসার সিদ্দিক, সাদেকা ইসলাম সাকী, অমি চক্রবর্তী, ঐশী বড়–য়া, ইশরাত জাহান মুসকান প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধজনগণ যতক্ষণ সাথে আছে, ততক্ষণ চিন্তার কিছু নেই : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধচন্দনাইশে জেলিযুক্ত গলদা চিংড়ি জব্দ