বিএনপির ছেড়ে দেওয়া ছয়টি সংসদীয় শূন্য আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আজ বুধবার। ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। তবে বাজেট সংকটের কারণে থাকছে না সিসি ক্যামেরা। খবর বাংলানিউজ ও বিডিনিউজের।
এই ছয়টি আসন হচ্ছে ঠাকুরগাঁও–৩, বগুড়া–৪, বগুড়া–৬, চাঁপাইনবাবগঞ্জ–২, চাঁপাইনবাবগঞ্জ–৩ ও ব্রাক্ষণবাড়িয়া–২।
এ উপনির্বাচনে শুরুতে বগুড়ার দুটিতে প্রার্থী হয়ে শুরুতে আলোচনায় উঠে এসেছিলেন হিরো আলম। তবে দুদিন বাদেই আলোচনায় তাকে ছাড়িয়ে গিয়েছিলেন উকিল আব্দুস সাত্তার, বিএনপি থেকে বেরিয়ে নিজের ছেড়ে দেওয়া ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে প্রার্থী হয়ে। তবে শেষ দিকে এসে তাদের দুজনকে ছাপিয়ে গেলেন আবু আসিফ আহমেদ। ভোটের মাঠে প্রকাশ্যে না থেকেও আলোচনায় উকিল আব্দুস সাত্তারের এই প্রতিদ্বন্দ্বী। সাত্তারের মতো তিনিও বিএনপি ছেড়ে ভোটের মাঠে নামেন, তবে এই সপ্তাহের শুরু থেকে রহস্যময় ভাবে অদৃশ্য তিনি। তিনি কোথায়, সেই খোঁজ এখনও মেলেনি, তবে আলোচনা থামেনি। তাই ছয়টি আসনে উপ–নির্বাচনে ভোটগ্রহণের আগের দিন নির্বাচন কমিশনার আনিছুর রহমান সাংবাদিকদের সামনে এলে ভোটের প্রস্তুতি ছাপিয়ে আসিফকে নিয়েই ছিল প্রশ্ন। এই নির্বাচন কমিশনার অবশ্য মনে করছেন, আসিফ নিজেই নিজেকে লুকিয়ে রেখেছেন।












