ছাদে ট্যাংকের পানি দেখতে গিয়ে পড়ে মৃত্যু

আজাদী প্রতিবেদন | রবিবার , ১২ মার্চ, ২০২৩ at ৬:২১ পূর্বাহ্ণ

নগরীতে একটি চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মনসুর আলম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে ইপিজেড থানার নারকেলতলা এলাকার হক সাহেব গলির রহিমা মঞ্জিলে এ ঘটনা ঘটে। মনসুর আলম ওই এলাকার মৃত ফোরকান আহমেদের ছেলে।

ছাদ থেকে পড়ে গুরুতর আহত ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

ঘটনার তথ্য নিশ্চিত করে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম আজাদীকে বলেন, ওই ব্যক্তি ছাদে ট্যাংকের পানি দেখতে গিয়ে সেখান থেকে পড়ে যান বলে পরিবারের সদস্যরা আমাদের জানিয়েছে। আহত অবস্থায় মেডিকেলে নিয়ে গেলে তার মৃত্যু হয়। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি মো. আব্দুল করিম।

বিস্তারিত জানতে মনসুর আলমের ছেলে আল আমিনের মোবাইল নাম্বারে ফোন করা হলে তার এক বন্ধু রিসিভ করেন। তবে বিস্তারিত পুলিশকে জানানো হয়েছে বলে ওই মুহূর্তে কথা বলতে অপারগতা প্রকাশ করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধপার্বত্য চট্টগ্রামে জিয়া বিভেদ করেছেন, শেখ হাসিনা শান্তি সম্প্রীতি গড়েছেন
পরবর্তী নিবন্ধ১২ হাজার মামলার জট