ছবির মানুষ

ফারুক হাসান | বুধবার , ২৯ ডিসেম্বর, ২০২১ at ৬:০৮ পূর্বাহ্ণ

ক্লান্ত দুপুর ঝিমোয় পাড়া
অলস সময়গুলো,
বাবা তোমার ছবির ওপর
জড়িয়ে আছে ধুলো।

এই ছবিতে দীপ্ত হাসি
ছড়িয়ে দিলে তুমি
তোমায় ছাড়া আমার জীবন
শূন্য মরুভূমি।

মায়ের সাথে এই ছবিতে
তুমি দেখি হাসো-
কোঁকড়ানো চুল হাত বুলিয়ে
কত্ত ভালোবাসো।

পূর্ববর্তী নিবন্ধআনন্দ ঘর
পরবর্তী নিবন্ধশীতের খোকা