আনন্দ ঘর

বিভা ইন্দু | বুধবার , ২৯ ডিসেম্বর, ২০২১ at ৬:০৮ পূর্বাহ্ণ

হাস্নাহেনাতে রোদের খেলা
গুনগুনাগুন মৌমাছি
কলার চামর তালের পাতা
জলের বুকে নাচানাচি

হিমহিমানি সোনার আলো
আকাশ ভালে কুমকুম
শিরশিরশির ঘাসের ডগায়
রবিমামার আলতো চুম

রাত পোহাতেই গাঁয়ের পথে
কৃষক ভায়া ছুটছে মাঠে
সোনার ফসল খুশির ঝলক
সওদাগরের নৌকা ঘাটে

আলপথে চলে কচিকাঁচাটা
বইয়ের বহর কাঁধের পর
বিশ্বসভায় জানবো অনেক
ইশকুলটা আনন্দ ঘর।

পূর্ববর্তী নিবন্ধশীত ও পথশিশু
পরবর্তী নিবন্ধছবির মানুষ