শীতের খোকা

উৎপলকান্তি বড়ুয়া | বুধবার , ২৯ ডিসেম্বর, ২০২১ at ৬:০৮ পূর্বাহ্ণ

কে দিলো রে দোরে এসে আলতো করে টোকা
দরজা খুলে দেখি, ওমা-এ যে শীতের খোকা!

আমি শীতের খোকা, আমায় বাহ্‌ চিনেছো বেশ!
তোমার মতো তেমনি চিনে আমায় পুরো দেশ।

কি ওটা কি বলো তোমার পিঠের উপর ফোলা?
শীতের নানান উপটৌকন-খবর ভর্তি ঝোলা।

ও বুঝেছি, বলোই দেখি কি কি আছে তাতে-
ঠান্ডা হিমের কুচি ভোরে ছড়াই যা দুই হাতে।

পাতা ঝরার আছে চিঠি বিলাচ্ছি রাত দিন
খেজুর রসের মিষ্টি ঘ্রাণের খুশি তাধিন ধিন।

সীমের কচি লতার ফাঁকে টুনটুনিটা নাচে
ঘাসের কানে শিশির দোলে সেই খবরও আছে।

ঘাসের কানে শিশির দোলে মিষ্টি রোদের গানে
শীতের খোকা শীতের খবর বিলায় সকলখানে।

পূর্ববর্তী নিবন্ধছবির মানুষ
পরবর্তী নিবন্ধশীত বিকেলের আনন্দে