চেয়ারম্যান পদে নৌকা প্রতীক পেলেন যারা

বৃহত্তর চট্টগ্রামের ৬০ ইউপি

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৪ নভেম্বর, ২০২১ at ৬:২৬ পূর্বাহ্ণ

চতুর্থ ধাপে বৃহত্তর চট্টগ্রামে পটিয়া, কর্ণফুলী, লোহাগাড়াসহ কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের ৬০ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। গতকাল আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড এই ইউনিয়নগুলো চেয়ারম্যান প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন দেয়। এর মধ্যে দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, কর্ণফুলী ও লোহাগাড়া উপজেলার ২৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ২৭ নেতাকর্মী নৌকা প্রতীক পেয়েছেন। গতকাল রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত দলীয় চেয়ারম্যান প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। উল্লেখ্য, এইচএসসি পরীক্ষা থাকায় চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদের ভোটের তারিখ তিন দিন পেছানো হয়েছে। ২৩ ডিসেম্বরের পরিবর্তে ২৬ ডিসেম্বর এ ভোট হবে।
লোহাগাড়া উপজেলা : লোহাগাড়া উপজেলার ৬ ইউনিয়নের মধ্যে বড়হাতিয়ায় বিজয় কুমার বড়ুয়া, চুনতিতে মো. জয়নাল আবেদীন, পুটিবিলায় মোহাম্মদ জাহাঙ্গীর হোছেন, চরম্বায় মোহাম্মদ শফিকুর রহমান, পদুয়ায় মোহাম্মদ হারুনুর রশিদ ও কলাউজান ইউনিয়নে নৌকা পেয়েছেন আব্দুল ওয়াহেজ।
কর্ণফুলী উপজেলা : কর্ণফুলী উপজেলার ৪ ইউনিয়নের মধ্যে শিকলবাহায় আব্দুল করিম, চরলক্ষ্যায় মোহাম্মদ সোলায়মান, বড়উঠানে মোহাম্মদ দিদারুল আলম ও জুলধা ইউনিয়নে দলীয় মনোনয়ন পেয়েছেন হাজী মুহাম্মদ নুরুল হক।
পটিয়া উপজেলা : পটিয়া উপজেলার ভাটিখাইনে মো. বখতিয়ার, বড়লিয়ায় শাহীনুল ইসলাম সানু, কেলিশহরে সরোজ কান্তি সেন, দক্ষিণ ভূর্ষিতে মোহাম্মদ সেলিম, কচুয়াই এস এম ইনজামুল হক, ছনহরায় মো. সামশুল আলম, শোভনদন্ডীতে এহছানুল হক, ধলঘাটে রনবীর ঘোষ, হাইদগাঁওয়ে মুহাম্মদ ফয়সাল, খরনায় মো. মাহাবুবর রহমান, হাবিলাসদ্বীপে মো. ফৌজুল কবির, কুসুমপুরায় মুহাম্মদ ইব্রাহিম, জিরিতে মোহাম্মদ আমিনুল ইসলাম খান, কাশিয়াইশে আবুল কাসেম, আশিয়ায় মোহাম্মদ হাশেম, জঙ্গলখাইনে মো. গাজী ইদ্রিস ও কোলাগাঁও ইউনিয়নে নৌকা পেলেন আহমদ নুর।
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা : চকরিয়া উপজেলার বমুবিলছড়িতে মনজুরুল কাদের, বরইতলীতে এটি এম জিয়াউদ্দীন চৌধুরী জিয়া, চিরিঙ্গায় শাহ নেওয়াজ, ডুলাহাজরায় মো. শাহনেওয়াজ তালুকদার, ফাঁসিয়াখালীতে হেলাল উদ্দিন, হারবাংয়ে মেহরাজ উদ্দিন, খুটাখালীতে মোহাম্মদ বেলাল ও সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন আজিমুল হক আজিজ।
টেকনাফ উপজেলা : টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন আজিজ উদ্দিন।
খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলা : লক্ষীছড়ি উপজেলার লক্ষীছড়ি ইউনিয়নে উষাজাই চৌধুরী, দুল্যাতলীতে উচাইপ্রু মারমা ও বর্মাছড়ি ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন নীলবর্ন চাকমা।
মানিকছড়ি উপজেলা : মানিকছড়ি ইউনিয়নে মো. শফিকুর রহমান ফারুক, বাটনাতলীতে মো. আবদুর রহিম ও তিনটহরী ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আবুল কালাম আজাদ।
রামগড় উপজেলা : রামগড় উপজেলার রামগড় ইউনিয়নে মো. শাহ আলম ও পাতাছড়া ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন কাজী নুরুল আলম।
রাঙামাটি জেলার রাঙামাটি সদর উপজেলা : রাঙামাটি সদর উপজেলার জীবতলীতে যতীন চন্দ্র তঞ্চঙ্গ্যা, মগবানে বিনিময় চাকমা, সাপছড়িতে মো. মোস্তাফিজুর রহমান, কুতুকছড়িতে সন্টু বিকাশ চাকমা, বন্দুকভাঙ্গায় ত্রিতোষ চাকমা ও বালুখালী ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন অমর কুমার চাকমা।
নানিয়ারচর উপজেলা : নানিয়ারচর উপজেলার নানিয়ারচর ইউনিয়নে দর্শন চাকমা ও বুড়িঘাট ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন মো. আবদুল ওহাব হাওলাদার।
বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলা : রোয়াংছড়ি উপজেলার রোয়াংছড়ি সদরে মেহ্লা অং মার্মা, অলেক্ষ্যং ইউনিয়নে বিশ্বনাথ তঞ্চাঙ্গ্যা, নোয়াপতং ইউনিয়নে চুনমং মার্মা ও তারাছা ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন উথোয়াই চিং মার্মা।
থানচি উপজেলা : থানচি উপজেলার রেমাক্রিতে মুই শৈ থুই মার্মা, তিন্দু ইউনিয়নে মংপ্রু অং মার্মা, থানচি ইউনিয়নে অংপ্রু ম্রো ও বলিপাড়া ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন জিয়া অং মার্মা।

পূর্ববর্তী নিবন্ধশাহ আমানতে চার কেজি স্বর্ণ উদ্ধার
পরবর্তী নিবন্ধএকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান ছাত্রলীগের একাংশের