শুভ্রতা দেখো আমি মেঘ ছুঁয়েছি
এই প্রথম পাহাড়ে উঠে গেছি
একেবারে উপরে
যেখানে মেঘের সাথে আসার আলিঙ্গন,
নীল পালকে নক্ষত্রখচিত ছিলো
তোমার চিঠিখানা বাদামীরঙের খামে
ফ্যাঙ-ইমেইলের জামানায় চিঠি!
আমার বাদামি চুল বাতাসে উড়ছিলো
তোমার আঁকাবাঁকা কোঁকড়া চুল
আমার ভাবতে ভয় হচ্ছিলো
এই কঠিন পথে যাবো কি করে
আমার রুমালে সেন্টের শিশির
সুগন্ধের আমেজ জন্ম-জন্মান্তর
মৃত্যুর পরে নাকি জন্ম!
বেহেশতে কী আরাম সুখকর,
না,আমি জাহান্নামে যাবোনা!
দুনিয়ার আজাব হতে মুক্তি চাই!
সঙ্গে করে তোমায় নিয়ে যাবো
প্রিয়তম, আমার!