চিটাগাং উইমেন চেম্বারে কর্মশালা

| বুধবার , ৫ নভেম্বর, ২০২৫ at ১১:৩৫ পূর্বাহ্ণ

নগরীর আগ্রাবাদে অবস্থিত চিটাগাং উইমেন চেম্বারে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং চিটাগাং উইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের যৌথ উদ্যোগে বিজনেস রেজিস্ট্রেশন এন্ড ফিনান্সিয়াল লিংকেজ ফর ইনফরমাল এন্টারপ্রাইজ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত কর্মশালার সনদ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিটাগাং উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিসের প্রেসিডেন্ট আবিদা মোস্তফা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও)-এর কান্ট্রি ডাইরেক্টর।

শুভেচ্ছা বক্তব্য রাখেন চিটাগাং উইমেন চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লুৎ মিলা ফরিদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আইএলও প্রগ্রেস প্রজেক্টের চিফ টেকনিক্যাল এডভাইজার পেড্রো বেলেন, সিনিয়র প্রোগ্রাম অফিসার ও চট্টগ্রাম শাখার হেড আলেক্সিয়াস চিছাম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স কর্মকর্তা দবীর আলম, কর্মসংস্থান ব্যাংকের চট্টগ্রাম সদরঘাট শাখার প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার, চিটাগাং উইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ এর প্রধান নির্বাহী কর্মকর্তা জিএ রায়হান, বিজনেস ডেভেলপমেন্ট সাপোর্ট সার্ভিস কর্নারের কনসালটেন্ট মো. হাফিজুর রহমান ও ১ম ব্যাচের প্রশিক্ষণার্থী মোহাম্মদ নেজাম উদ্দিন প্রমুখ। শেষে কর্মশালায় অংশগ্রহণকারী সকলকে সনদ বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোহরায় অস্ত্রসহ গ্রেপ্তার ডাকাত রহিমের ১০ বছরের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধজাতীয় মহিলা বাস্কেটবলে চট্টগ্রাম হারালো পাবনাকে