চার ইউনিয়নে নির্বাচিত যারা

কক্সবাজারে ৫ ইউনিয়নে শান্তিপূর্ণ ভোট

আহমদ গিয়াস, কক্সবাজার | সোমবার , ২৯ এপ্রিল, ২০২৪ at ৮:০২ পূর্বাহ্ণ

তীব্র দাবদাহের মধ্যেও উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়নের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ব্যালট পেপারে অনুষ্ঠিত এ নির্বাচনে ভোট গণনায় দীর্ঘ সময়ে লাগার অভিযোগ উঠেছে। এতে রাত ১ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা সম্ভব হয়নি। এ পর্যন্ত বেসরকারি ফলাফলে ঈদগাঁও ইউনিয়নে সোহেল জাহান চৌধুরী, জালালাবাদ ইউনিয়নে আলমগীর তাজ জনি, ইসলামপুর ইউনিয়নে মাওলানা দেলোয়ার হোছাইন এবং ইসলামাবাদ ইউনিয়নে আব্দুর রাজ্জাক বেসরকারি খবরে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। পোকখালী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান রফিক আহমেদের সাথে সাইফ উদ্দিনের প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। ৮ কেন্দ্রে সাইফ উদ্দিন প্রায় ৭০০ ভোটে এগিয়ে আছেন। অঘোষিত কেন্দ্রটি রফিক আহমদের নিয়ন্ত্রিত।

গতকাল রবিবার সকাল ৮ টায় শুরু হওয়া ভোট গ্রহণ টানা বিকেল ৪টা পর্যন্ত চলে। প্রচণ্ড গরম উপেক্ষা করে কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতি দেখা গেছে।

প্রায় ৮ বছর পর নবগঠিত এ উপজেলার ইসলামপুর, ঈদগাঁও, ইসলামাবাদ, পোকখালী ও জালালাবাদ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে ৪৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৭১ জন ও সাধারণ সদস্য পদে ২৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পূর্ববর্তী নিবন্ধঢাকাসহ ৫ জেলার মাধ্যমিক স্কুল ও কলেজ আজ ছুটি
পরবর্তী নিবন্ধএবার কোরবানিযোগ্য পশু ১ কোটি ৩০ লাখ, গতবারের চেয়ে ৫ লাখ বেশি