চান্দগাঁওয়ে আট ছিনতাইকারী আটক

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৫ মে, ২০২৫ at ৮:৪৭ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে ছিনতাইকারী গ্যাংয়ের ৮ সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল সকালে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মো. দিদার, মো. রায়হান উদ্দিন জাবেদ, মো. আরমান প্রকাশ ছনু মিয়া, মো. সাকিব, মো. তাহসিন প্রকাশ রিপন প্রকাশ জিকু, মো. সুমন, আব্দুল খালেক ও মো. রিয়াজ।

চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন আজাদীকে বলেন, চান্দগাঁও থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ছিনতাইকারী গ্যাংয়ের এ ৮ সদস্যকে আটক করা হয়েছে। গত ১২ মে চান্দগাঁও থানায় দায়ের হওয়া একটি মামলার আসামি তারা। আটক পরবর্তী এ ৮ আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ওসি আফতাব উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধবিনার উদ্ভাবিত জাত সম্প্রসারণে রাঙামাটিতে কর্মশালা
পরবর্তী নিবন্ধকাস্টমস, ভ্যাট ও আয়কর কর্মকর্তাদের কলম বিরতি