চাতক যেমন বাঁচে

প্রতিমা দাশ | বৃহস্পতিবার , ১৭ জুলাই, ২০২৫ at ১০:৩১ পূর্বাহ্ণ

ওই বুঝি রিমঝিম সুরে আষাঢ় এসেছে

মেঘের পিছু মেঘ ছুটছে যেন আকাশে,

দ্রিম দ্রিম দ্রুম দ্রুম শব্দ বাজে বাতাসে,

ঝির ঝির জলে ধারা আপন মনে বইছে।

 

বৃষ্টির নেশায় নববধূ সাজে নারিকেল বন,

ঢুলু ঢুলু চোখে ঢুলে আছে কদমের দল!

ওই দূর নদীতে উড়ে যায় মাঝির পাল

ভিজে ভিজে কৃষ্ণচূড়া যেন হয়েছে লাল।

 

ব্যাঙদের গণসংগীত বিলে ও ঝিলে

মাছেরা খেলছে দেখো নতুন জলে

কার্নিশে বসে বসে ভিজছে কাকেরা

খুব ঝড়ে ঘরহীন দিশেহারা পাখিরা

 

এই রোদ এই বৃষ্টি দিন নাকি সন্ধ্যা

কী ভেবে কেটে যায় সময় ভারী মন্দা

তৃষার্ত মাটি যেমন জল খুঁজে পায়

চাতক যেমন বাঁচে বরষার ভরসায়।

পূর্ববর্তী নিবন্ধকদমফুলের চিঠি
পরবর্তী নিবন্ধপাখির গল্প