চবি নৃবিজ্ঞান বিভাগে নবীর বরণ ও বিদায় সংবর্ধনা

| শুক্রবার , ৩০ সেপ্টেম্বর, ২০২২ at ৭:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের উদ্যোগে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা ২৯ সেপ্টেম্বর চবি সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে ও চবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ। বিভাগের সভাপতি প্রফেসর ড. খাদিজা মিতুর সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক ড. মোশরেকা অদিতি হকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহামেদ।
উপ-উপাচার্য বলেন, আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হলে জ্ঞান আহরণের বিকল্প নেই। তিনি নবীন শিক্ষার্থীদের সময়ের প্রতি নিষ্ঠাবান থেকে শিক্ষকবৃন্দের আদেশ-উপদেশ মেনে লেখাপড়ায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন। তিনি বিদায়ী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান স্ব স্ব কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে দেশ-জাতির উন্নয়নে ভূমিকা রাখার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসামপ্রদায়িক অপশক্তির চক্রান্ত প্রতিহত করতে সরকার প্রস্তুত
পরবর্তী নিবন্ধরেড-গ্রীন একাডেমিতে চসিকের করোনার টিকাদান কর্মসূচি