নিজ কর্মীকে কোপানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগ তুলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে ছাত্রলীগের একাংশ। এই সংক্রান্ত একটি ফোনকল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে রেকর্ডটিকে সুপার এডিটেড বলে দাবি করেছে চবি ছাত্রলীগ সভাপতি। এর আগেও রুবেলের আপত্তিকর ছবি পোস্ট করে সমালোচনা করতে দেখা গেছে ছাত্রলীগের কর্মীদের। এ নিয়ে ছয়জনকে আসামি করে সাইবার আইনে একটি মামলাও করেন রুবেল।
গতকাল বৃহস্পতিবার সারাদিন সামাজিক যাগাযোগ মাধ্যমে এ নিয়ে সমালোচনা করে অনেকেই পোস্ট করতে দেখা গেছে। রুবেলের নেতৃত্বাধীন সিএফসি গ্রুপ ছাড়াও ছাত্রলীগের অন্যান্য গ্রুপের কর্মীরাও তাকে সমালোচনা করে পোস্ট করতে দেখা যায়। এসব কর্মকাণ্ড করে কেউ এমন পদে থাকার যোগ্যতা নাই বলে দাবি তাদের। এর আগে গত বুধবার রাত ১টার দিকে শাহ আমানত হলের সামনে রুবেলের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় নিজ গ্রুপ সিএফসির কর্মীদের। এরপর গতকাল আমানত হলে রুবেলের রুম ভাঙচুর করে তারা। এসময় তারা রুবেলকে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করে এবং দেখলেই মারার হুমকি দেয়।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের আইন সম্পাদক খালেদ মাসুদ বলেন, রুবেল নিজের কর্মীকে আঘাত করার কথা স্বীকার করছে। যে নিজ দলের কর্মীকে আঘাত করতে পারে তার আদর্শ নিয়ে প্রশ্ন উঠে। অতীতেও সে এমন ন্যাক্কারজনক কাজ করেছে। তার কাছে আমরা কেউই নিরাপদ না। তাই চবি ক্যাম্পাস থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।
তবে অডিও ফোনকল রেকর্ডটিকে সুপার এডিটেড দাবি করে শাখা ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেল বলেন, এগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। এটা সুপার এডিটেড। আমার বিভিন্ন কথাবার্তাকে সংযোজন বিয়োজন করে এই অডিও রেকর্ডটা বানানো হয়েছে।