মাথা ঘুরে পড়ে প্রাণ হারালেন পান দোকানি

কথাকাটাকাটির জের

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৯ জুন, ২০২৩ at ৫:০১ পূর্বাহ্ণ

কথাকাটাকাটির জের ধরে নগরীর পতেঙ্গা থানাধীন চরপাড়া এলাকায় এক পান দোকানির প্রাণ গেছে। ঘটনা ঘটেছে দুপুরে। পুলিশ সন্ধ্যায় খবর পেয়ে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব আহমেদ এর সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি বলেন, চরপাড়া এলাকায় এনামুল নামের এক ব্যক্তির দোকানের সামনে ডালা নিয়ে পান সিগারেট বিক্রি করেন আলমগীর (৫০)। দুপুরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এনামুল ও তার দোকানের কর্মচারীর সাথে আলমগীরের হাতাহাতিও হয়। পরে স্থানীয়রা এসে তাদের মধ্যে মিমাংসা করে দেন। এর পর আলমগীর হেঁটে বাসায় চলে যান। কিন্তু সেখানে মাথা ঘুরে পড়ে যান। একপর্যায়ে লোকজন মাথায় পানি ঢাললেও তার জ্ঞান ফিরে নি।

ওসি বলেন, আমরা সন্ধ্যায় খবর পেয়ে ঘটনাস্থলে যায়। কিন্তু তার আগে দোকানি ও তার কর্মচারী পালিয়ে যায়। প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি মারামারির সময় কোন কারণে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তবে শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। তার বাড়ি রাঙ্গুনিয়া সরফভাটা এলাকায় পরিবারকে খবর দেওয়া হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা এলে মামলা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বহিষ্কার, কমিটি বিলুপ্ত
পরবর্তী নিবন্ধচবি ছাত্রলীগ সভাপতিকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, রুম ভাঙচুর