চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আগামী ৬ অক্টোবর সশরীরে ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন চবি উপ–উপাচার্য (একাডেমিক) ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দীন খান। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
বিষয়টি নিশ্চিত করে প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দীন খান বলেন, আগামী ৬ অক্টোবর সশরীরে ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ২৯ সেপ্টেম্বর (রোববার) থেকে ২ অক্টোবর (বুধবার) পর্যন্ত চারদিন হলে সিটের জন্য শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। ৩ অক্টোবর আসন বরাদ্দ দেয়া হবে এবং ৫ অক্টোবর থেকে শিক্ষার্থীরা হলে উঠতে পারবে। আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনে হবে।