চন্দনাইশের বরকল ইউনিয়নের কানাইমাদারী বড়ুয়াপাড়া গ্রামে আগুনে পুড়লো চার জনের বসতঘর। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়। এসময় চার বছরের এক শিশু আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত হয়। তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে রাঙ্গুনিয়ায় পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে দুটি বসতঘরসহ মুরগির খামার ও দোকান। গতকাল বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে উপজেলার উত্তর রাঙ্গুনিয়া মোগলের হাট জগীপাড়া ও চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় দুটি পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বরকল ইউপি চেয়ারম্যান মো. আবদুর রহিম চৌধুরী জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে ওই এলাকার বিমান চৌধুরী, ধীমান চৌধুরী, প্রকৃতি চৌধুরী ও শিবাজি বড়ুয়ার বসতঘর পুড়ে যায়। এসময় পরিবারের সদস্যরা দ্রুত ঘর থেকে বের হয়ে গেলেও ধীমান চৌধুরীর চার বছর বয়সী শিশু দুর্জয় চৌধুরী আগুনে দগ্ধ হয়।
তার শরীরের মুখমণ্ডল, মাথা ও হাত দগ্ধ হয়। তাকে চন্দনাইশ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে প্রেরণ করেন। আগুন নেভাতে এগিয়ে এসে আরো বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় বসতঘরে রক্ষিত নগদ টাকা, স্বর্ণালংকার, ইলেকট্রনিক মালামাল, মূল্যবান কাগজপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিদুর্গতরা তীব্র শীতের মধ্যে খোলা আকাশের নিচে মানবেতর দিনাতিপাত করছেন।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে চন্দনাইশ দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনলেও কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমনের বরাত দিয়ে দৈনিক আজাদীর রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, উত্তর রাঙ্গুনিয়া মোগলের হাট জগীপাড়ায় ভোরে আগুন লেগে দুটি সেমিপাকা ঘর পুড়ে যায়। এসময় বসতঘরের পাশের দুটি মুরগীর খামারে আগুন ছড়িয়ে পড়ে। এতে খামারের মুরগি পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই ঘটনা ঘটে।
অন্যদিকে, চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে দোকানে আগুন লাগে। আগুনে দুলাল নাথ ও সুনাল নাথের দুটি বসতঘর এবং তপু বড়ুয়ার একটি দোকান পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।