চন্দনাইশ পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্রয়াত বিএনপি নেতা রবিউল হোসেন জসিমের অসহায় পরিবারে মোটর রিকশা ও নগদ টাকা প্রদান করা হয়। জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় এ পরিবারের সদস্যদের মাঝে ২টি মোটর রিকশা ও নগদ ২৫ হাজার টাকা প্রদান করেন। একইদিন হাশিমপুর ইউনিয়ন ছাত্রদল নেতা অসুস্থ নুরুল আলম জিকুকেও নগদ ৭৫ হাজার টাকা প্রদান করা হয়। এসময় ডা. শাহাদাত বলেন, জনগণের ভোটে চন্দনাইশ পৌরসভার বার বার নির্বাচিত কমিশনার রবিউল হোসেন জসিম গত দেড় বছর আগে অসুস্থ হয়ে মারা যান। বর্তমানে বৃদ্ধ বাবা, স্ত্রী, ছোট দুটি সন্তান অসহায় অবস্থায় রয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অসহায়দের সহায়তা করার উদ্দেশ্যে জিয়াউর রহমান ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে যে ২টি মোটর রিকশা প্রদান করা হচ্ছে তা থেকে উপার্জিত অর্থ প্রয়াতের পরিবারে কিছুটা হলেও স্বস্তি দেবে।
এসময় উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর হোসেন, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাড. নুরুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জসিম উদ্দীন, সালাহউদ্দীন, আবদুল মাবুদ মাহাবু, মোজাম্মেল হক বেলাল, মনজুর আলম তালুকদার, জাহাঙ্গীর আলম, আমিনুল ইসলাম, মুজিবুর রহমান, জিয়াউর রহমান জিয়া, ফৌজুল কবির প্রমুখ।