চট্টগ্রামে ৩ জনের করোনা শনাক্ত

আজাদী অনলাইন | শনিবার , ৩ ডিসেম্বর, ২০২২ at ২:১৮ অপরাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। শনাক্তের হার ৩.৭০ শতাংশ। একই সময়ে করোনায় কারো মত্যু হয় নি। এর আগে শুক্রবার (২ ডিসেম্বর) চট্টগ্রামে কারো দেহে করোনার জীবাণু পাওয়া যায় নি বলে জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

আজ শনিবার (৩ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ৮টি ল্যাবে ৮১টি নমুনা পরীক্ষা করে ৩ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। আক্রান্ত একজন নগরীর ও দুইজন হাটহাজারী উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ৫১৩ জনের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৪ হাজার ৪৩৫ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৬৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩২ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়েছে।