কক্সবাজার সৈকতে ফের ভেসে এলো শত শত জেলিফিশ

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ৩ ডিসেম্বর, ২০২২ at ৬:৫৩ অপরাহ্ণ

কক্সবাজার সৈকতে ফের ভেসে এলো শত শত জেলিফিশ। আজ শনিবার (৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে শহরের শৈবাল পয়েন্ট সৈকতে সামুদ্রিক জোয়ারের সাথে ভেসে আসে এই সামুদ্রিক প্রাণী। এর আগে একটি টানা জালের বোটে এসব জেলিফিশ ধরা পড়লে জেলেরা তা সাগরেই ফেলে দেয়। তবে কক্সবাজার সৈকতে ভেসে আসা জেলিফিশ খাওয়ার উপযোগী বলে দাবি করছেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউট(বোরি)-এর বিজ্ঞানীরা।

বোরি’র মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ও সমুদ্রবিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দর বলেন, “কক্সবাজার সৈকতে ফের জেলিফিশ ভেসে আসার খবরে বোরি’র কুইক রেসপন্স টিমের বিজ্ঞানীরা ঘটনাস্থলে যান। তারা দেখতে পান যে এই জেলিফিশটি ‘লবণেমইড্স রোবাস্টাস’ প্রজাতির এবং এটি খাওয়ার উপযোগী যেটি স্থানীয়ভাবে ‘ধলা নুইন্না’ বা ‘সাদা নুইন্না’ নামে পরিচিত। এর আগেও একই প্রজাতির জেলিফিশ কক্সবাজার সৈকতে ভেসে এসেছিল। এটি খাদ্য ছাড়াও ওষুধ ও প্রসাধন তৈরিতে ব্যবহৃত হয়।”

কক্সবাজার সৈকতে ব্যাপকভাবে মরা জেলিফিশ ভেসে আসার ঘটনা প্রথম চোখে পড়ে গত গত ৩ ও ৪ আগস্ট। এরপর গত ১১ নভেম্বর ভোর সাড়ে ৬টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত দুই ঘণ্টা ধরে শহরের কলাতলী বেইলি হ্যাচারি পয়েন্ট থেকে সুগন্ধা পয়েন্ট পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সৈকতজুড়ে সামুদ্রিক জোয়ারের সাথে শত শত মরা জেলিফিশ ভেসে আসে। আর এসব জেলিফিশের একেকটির ওজন ১০ কেজি থেকে ৭০-৮০ কেজি পর্যন্ত। এর ২ দিন পর ১৩ নভেম্বরও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। আর সর্বশেষ আজ শনিবার ব্যাপকমাত্রায় জেলিফিশ ভেসে আসার ঘটনা ঘটেছে বলে জানান সমুদ্রবিজ্ঞানীরা।

সৈকতের বীচকর্মী বেলাল হোসেন জানান, আজ শনিবার সকাল ১১টার দিকে সামুদ্রিক জোয়ারের সাথে শহরের শৈবাল পয়েন্ট সৈকতে শত শত মরা জেলিফিশ ভেসে আসতে দেখা যায়। এসময় উপকূলের কাছাকাছি সমুদ্রে মাছ ধরছিল একটি টানা জালের বোট। আর সেই বোটেই জেলিফিশগুলো ধরা পড়ে।
এর আগেও একই কারণেই সৈকতে জেলিফিশ ভেসে এসেছিল বলে জানান বোরি মহাপরিচালক সাঈদ মাহমুদ বেলাল হায়দর।

তিনি বলেন, “আন্তর্জাতিক বাজারে এক কেজি জেলিফিশের দাম ১০ ডলার বা প্রায় ১১শ’ টাকা। বিশ্বে প্রায় ৬০ হাজার কোটি টাকার বাজার রয়েছে জেলিফিশের। বর্তমানে পোকা-মাকড়ের খাদ্য হওয়া সেই জেলিফিশকে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগানোর জন্য বোরি’র বিজ্ঞানীরা বহুমাত্রিক গবেষণা চালিয়ে যাচ্ছেন।”

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ৩ জনের করোনা শনাক্ত
পরবর্তী নিবন্ধপলোগ্রাউন্ডে সমাবেশে গেলে চকলেট দেবে ছাত্রলীগ