চট্টগ্রামে মৃত্যু বেড়ে দ্বিগুণ, রেকর্ড ভেঙে শনাক্ত ৬৬২

আজাদী অনলাইন | মঙ্গলবার , ৬ জুলাই, ২০২১ at ১০:০৬ পূর্বাহ্ণ

ক্রমশ বেড়ে চলেছে করোনায় সংক্রমণ ও মৃত্যু। একদিনে ব্যবধানে চট্টগ্রামে মৃত্যু বেড়েছে প্রায় দ্বিগুণ। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৮৯০টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৬৬২ জনের। এ নিয়ে মোট আক্রান্ত ৬১ হাজার ৫৮৯জন। এইদিন করোনায় ৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন চট্টগ্রামে এন্টিজেন টেস্ট সহ ১১টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

এতে দেখা যায়, ১৪ উপজেলার প্রায় প্রতিটিতেই বেড়েছে সংক্রমণ। এদিন সবচেয়ে বেশি সীতাকুণ্ড উপজেলায় ৪১ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ ছাড়া মিরসরাই উপজেলায় ৩৮ জন, ফটিকছড়ি উপজেলায় ৩২ জন এবং হাটহাজারী উপজেলায় ২১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

এখনই পরিস্থিতি সামাল দেয়া না গেলে ঈদের আগেই খারাপ হতে পারে বলছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। তাই সচেতনতা বৃদ্ধিতে জোর দেয়ার তাগিদ তাদের।-বাংলানিউজ

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৮৯০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আক্রান্ত হয়েছেন ৬৬২জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৪৪৯জন এবং উপজেলায় ২১৩জন। এছাড়া করোনায় মৃত্যু হয়েছে ৯ জনের। এরমধ্যে ৭ জন উপজেলায় এবং ২ জন নগরে। সুতরাং করোনা সংক্রমণ উপজেলা গুলোতে ছড়িয়ে পড়েছে।

পূর্ববর্তী নিবন্ধপেরুকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ব্রাজিল
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে কঠোর লকডাউন বাস্তবায়নে আইনশৃঙ্খলাবাহিনীও কঠোর