পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে গতকাল বুধবার চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ না করা, মেয়াদবিহীন ও অধিক মূল্যে পণ্য বিক্রিসহ বিভিন্ন অপরাধে দোষীদের জরিমানা ও সর্তক করা হয়।
লোহাগাড়ায় ২ দোকানিকে জরিমানা : প্রতিনিধি জানান, লোহাগাড়ায় ২ দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের মনুফকির হাট বাজারে অভিযানে পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান।
তিনি জানান, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ না করায় নুরুল ইসলাম ও আব্দুর রহিম নামে দুই দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ব্যবসায়ীদের বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
হাজহাজারীতে অধিক মূল্যে পণ্য বিক্রি, জরিমানা : প্রতিনিধি জানান, হাটহাজারী পৌরসদরের বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় ৩ মামলায় ৩ দোকানিকে মোট ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। বুধবার দুপুর থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফন নাহার শারমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযান চলাকালে বিভিন্ন দোকানে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রিসহ একাধিক অপরাধ প্রমাণ হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় পৌরসদরের বাজারে চৌধুরী স্টোর নামক প্রতিষ্ঠানের মঞ্জুরুল ইসলামকে ২ হাজার টাকা, বিসমিল্লাহ নামক প্রতিষ্ঠানের মুঈনুলকে ২ হাজার টাকা এবং আল ইনসাফ নামক প্রতিষ্ঠানের আজগরকে ৫ হাজার টাকাসহ মোট ৯ হাজার টাকা জরিমানা প্রদান করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। অভিযানের সত্যতা নিশ্চিত করে পৌর প্রশাসক জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রাঙ্গুনিয়ায় তিন প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা : প্রতিনিধি জানান, রাঙ্গুনিয়ায় নিত্যপণ্যের বাজারে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে উপজেলার চন্দ্রঘোনা লিচু বাগানে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।
তিনি জানান, অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় ৩টি প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বাঁশখালীতে ৭ মামলা, জরিমানা : প্রতিনিধি জানান, বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া বাজারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ৭ মামলায় মোট ১২ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদুল আলম এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, অভিযানে রাস্তার উপর গ্যাস সিলিন্ডার রেখে বিক্রি করায় এক দোকানিকে আইনের আওতায় আনা হয়েছে। বুধবার ৭ মামলায় মোট ১২ হাজার ৩০০ টাকা জরিমানা প্রদান করা হয়। উপজেলার বিভিন্ন বাজারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি অনুরোধ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও মূল্য তালিকা রাখার আহ্বান জানান তিনি।