সন্দ্বীপে স্পিডবোট দুর্ঘটনায় ঘাট ইজারাদার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচারসহ একাধিক দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স মাঠ থেকে ছাত্র, তরুণ ও যুব সমাজের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের হয়।
এর আগে জুমার নামাজের পর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে কয়েক হাজার প্রতিবাদী ছাত্র, তরুণ, যুবক উপজেলা পরিষদ চত্বরে জড়ো হয়। একপর্যায়ে বিক্ষোভ মিছিলটি সন্দ্বীপ থানার সন্নিকটে এনাম নাহার মোড়ে গিয়ে থামে। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, যাদের অবহেলায় এ দুর্ঘটনা ঘটেছে তাদের দ্রুত আইনের আওয়াতায় এনে শাস্তি দিতে হবে। গুপ্তছড়া ঘাট ইজারাদার ও দুর্ঘটনা কবলিত স্পিবোটের চালককে গ্রেপ্তার করে শাস্তি প্রদান করতে হবে। অন্যথায় সন্দ্বীপের যুব সমাজ আরও কঠোর আন্দোলন গড়ে তুলবে। এছাড়া বক্তারা সমাবেশে একাধিক দাবি উপস্থাপন করেন। সেগুলোর মধ্যে রয়েছে, জাহাজে উঠানামা সহজ করতে লালবোটের পরিবর্তে সি-ট্রাক দেয়া, ফিটনেসবিহীন অবৈধ নৌ যানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া, ভাসমান জেটি স্থাপন করা, যাত্রীদের লাইফ জ্যাকেট নিশ্চিত করাসহ ইত্যাদি।
পারভেজ খান রুস্তমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক চারু মিল্লাত, অধ্যক্ষ কামরুল হাসান, শামছুল আজম মুন্না, শেখ রুবেল প্রমুখ।
এ সময় সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমেদ খান আন্দোলনকারীদের সাথে শনিবার ইউএনওর বৈঠকের আশ্বাস প্রদান করেন। সেই আশ্বাসের ভিত্তিতে আন্দোলনকারীরা সমাবেশ সমাপ্ত করেন।