গাউসিয়া চট্টগ্রাম মহানগর থানা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা

জিম্মাদারি যথাযথভাবে পালন করতে হবে : আল্লামা সাবির শাহ্‌ (মা.জি.আ)

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৩০ পূর্বাহ্ণ

গাউসিয়া কমিটি বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর আওতাধীন নবগঠিত থানা আহ্বায়ক কমিটির মতবিনিময় এবং দিক নির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম প্রেসক্লাব জুলাই বিপ্লব স্মৃতি হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভার আয়োজন করে সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক এবং আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনজুর আলম মনজু। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন, দরবারে আলীয়া কাদেরিয়া সিরিকোট শরীফের অন্যতম সাজ্জাদানশীন পীর আল্লামা সৈয়্যদ মুহাম্মাদ সাবির শাহ্‌ (মা.জি..)। বক্তব্য দেন, আনজুমান ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট আমির হোসেন সোহেল, সেক্রেটারী জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল সেক্রেটারী মোহাম্মদ শামসুদ্দিন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক। স্বাগত বক্তব্য দেন, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য এবং ট্রাস্টের এসিস্ট্যান্ট সেক্রেটারী এস এম গিয়াস উদ্দিন শাকের। বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ও গাউসিয়া কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ওয়াহিদ মালেক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য এবং ট্রাস্টের ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দিন সবুর, মাহমুদ নেওয়াজ, মোহাম্মদ হোসেন খোকন, মোহাম্মদ ইলিয়াস। আনজুমান ট্রাস্টের মুখপাত্র মোছাহেব উদ্দিন বখতিয়ারের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রত্যেক থানা কমিটির আহ্বায়ক তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন। থানা আহ্বায়ক কমিটির পক্ষে বক্তব্য দেন, মোহাম্মদ হাশেম (চান্দগাঁও), হাজী মোহাম্মদ জামাল (সদরঘাট), আবুল বশর(পতেঙ্গা), রাশেদুল মোমেনিন (খুলশী), সিরাজ উদ্দিন চৌধুরী (পাহাড়তলী), মোহাম্মদ জসিম উদ্দিন (আকবর শাহ্‌), মাহমুদুল হক (চকবাজার), রোকন উদ্দিন মাহমুদ খলিল (ইপিজেড), আবদুর রাজ্জাক (ডবলমুরিং), মাওলানা শেখ আরিফুর রহমান (বায়েজিদ), আর ইউ চৌধুরী শাহিন (পাঁচলাইশ), মোহাম্মদ আবদুল আজিম (হালিশহর), হাজী মোহাম্মদ মোজাহের (বন্দর), মোহাম্মদ ইউসুফ (কোতোয়ালী পশ্চিম), মোহাম্মদ হাসান (বাকলিয়া), খাইর মোহাম্মদ (কোতোয়ালী পূর্ব) এবং এয়াকুব আলী (কর্ণফুলী) প্রমুখ।

পীর আল্লামা সাবির শাহ্‌ (মা.জি.) তাঁর বক্তব্যে বলেন, হযরত সিরিকোটি হুজুর যে মহান দ্বীনি খেদমতের মিশন নিয়ে এসেছিলেন তা চালিয়ে নিতে আল্লাহ পাক আপনাদের মনোনীত করেছেন। আল্লাহ চাইলে এই মহৎ কাজের দায়িত্ব অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে দিতে পারতেন। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে এবং জিম্মাদারি যথাযথভাবে পালন করতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা, মুনাফেকি, বেয়াদবি প্রশ্রয় দেওয়া যাবে না। তিনি বলেন, যারা হযরাতে কেরামের নির্দেশ মান্য করবে না তারা আমাদের সিলসিলাহর সাথে থাকতে পারে না। এই সংগঠন একটা রুহানি মারকাজ। তিনি সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মরহুম মোহাম্মদ মহসিন সাহেবের অসাধারণ খেদমতের কথা স্মরণ করেন এবং বর্তমানে তার জায়গায় মনজুর আলম মনজু সাহেবের দায়িত্ব পালনের বিষয়টি তুলে ধরে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন।

আনজুমান ট্রাস্টের সেক্রেটারী জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, আনজুমানের সব কাজ মাঠে ময়দানে বাস্তবায়ন করছেন গাউসিয়া কমিটি। আগে অনেক কাজ করেছে গাউসিয়া কমিটি। এখন কিছুটা কমে গেছে। আমি চাইবো আপনারা প্রতিটি থানায় যে ঘাটতি হয়েছে কাজের সেটা পূরণ করবেন। আগের কাজকে ছাড়িয়ে যেতে হবে। অনেকে গাউসিয়া কমিটি মানে বুঝেন শুধু ঈদে মিলাদুন্নবী আয়োজন করাকে বুঝায়। আসলে সেটা না। আনজুমান ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট, গাউসিয়া কমিটির আমির হোসেন সোহেল বলেন, আমাদের সাকসেস হতে কাজের মাধ্যমে। আমরা ৫ লাখ টাকা কালেকশন করলেই সাকসেসফুল না। সাকসেসের সাথে অনেক কিছু জড়িত। যেকোনো কাজের মধ্যে চ্যালেঞ্জ আছে বাধাবিপত্তি আছে। এজন্য আমাদের ঐক্যবদ্ধ থেকে কাজ করে যেতে হবে। জশনে জুলুসে আমাদের সবাই মাঠে নেমে আসে। তখন বুঝা যায় আমাদের ঐক্যের প্রতীক হিসেবে। আপনারা সবাই এক্সট্রা অর্ডিনারি বলেই আজকে এখানে জায়গা পেয়েছেন। দায়িত্ব পালনের জন্য আপনারা অনেক বেশি যোগ্য। আজকে থেকে নতুনভাবে কাজে নেমে পড়তে হবে সবাইকে।

পূর্ববর্তী নিবন্ধজামায়াতকে উদারতা দেখিয়ে বিএনপি উপহার হিসেবে পেয়েছে মুনাফেকি : রিজভী
পরবর্তী নিবন্ধ৭৮৬