চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেছেন, রোজাদারদের সেবার মধ্যেই শ্রেষ্ঠ ইবাদত নিহিত আছে বলে আমরা মনে করি। রোজাদার, গরীব দুস্থদের সর্বোচ্চ সেবা করাই আমার জীবনের ব্রত। তিনি বলেন, আমাদের যাবতীয় মানবকল্যাণ, মানবিক সেবা আল্লাহ ও রাসূলের সন্তুষ্টির জন্য। আমাদের ১০২টি প্রতিষ্ঠানও মানবসেবায় নিবেদিত। কোনো সেবাই দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য নয়। এতিম ও হেফজখানার শিক্ষার্থীদের সঙ্গে ইফতার গ্রহণ পূর্ব আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম নগরী ও জেলার আশপাশের তনজিমুল মোছলেমীন এতিম ও হেফজখানা, চার দরবেশ এতিম ও হেফজখানা, আলহাজ্ব হোছনে আরা মনজুর হেফজ ও এতিমখানা, ফৌজদারহাট চিস্তিয়া হাফেজিয়া এতিমখানা, হযরত মামা–ভাগিনা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, কদমরসূল গাউছিয়া তৈয়বিয়া হেফজখানা, জামেয়াতুল মদিনা মাদ্রাসা ও হেফজখানা, মাদামবিবির হাট শাহজাদিয়া এতিম ও হেফজখানা, নুরিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার এক হাজার দশজন এতিম ও মাদ্রাসার ছাত্রদের সঙ্গে নিয়ে ইফতার সারেন। শেষে এতিমদের হাতে হাতে তিনি ঈদ বস্ত্র (টুপি, রুমাল, পাঞ্জাবী, পায়জামা ও গেঞ্জি) তুলে দেন। এতে এতিমখানা ও হেফজখানার শিক্ষক, মোস্তফা–হাকিম পরিবারের মো. নিজামুল আলম রাজু, মোহাম্মদ সরোয়ার আলম, মোহাম্মদ ফারুক আযম, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ সাহিদুল আলম, সৈয়দ আবেদ আব্দুল্লাহ মনজুর আলম, মোস্তফা হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, সাবেক অধ্যক্ষ বাদশা আলম, হয়রত তৈয়ব শাহ (র.) জামে মসজিদের খতিব মাওলানা ৈসৈয়দ মোহাম্মদ ইউনুচ রজভী প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।