হাটহাজারীর গড়দুয়ারা সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন ২২তম সেতুবন্ধন (ওয়ার্ড ভিত্তিক) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার গড়দুয়ারা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন গড়দুয়ারা ৭ নং ওয়ার্ড এবং ৯ নং ওয়ার্ড। উক্ত খেলায় ৯ নং ওয়ার্ড ২–০ গোলে ৭ নং ওয়ার্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আহবায়ক মো. এনাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গড়দুয়ারা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ও পরিষদের আজীবন সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী প্রেসক্লাব যুগ্ম সম্পাদক খোরশেদ আলম শিমুল। গেস্ট অব অনার ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্য লায়ন ডা. হাফিজুর রহমান। গড়দুয়ারা সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জাহেদ চৌধুরী রিপনের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক আসিফ চৌধুরী লিমন, গড়দুয়ারা সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক সভাপতি মো. দিদারুল আলম বাসেক, সাবেক সহ–সভাপতি মো. মোরশেদ আলম চৌধুরী, সাবেক সভাপতি মো. ওবাইদুল্লাহ চৌধুরী টিপু, সাবেক সাধারণ সম্পাদক মীর মোজাহের চৌধুরী টিপু, বর্তমান সভাপতি মো. মাসুদ চৌধুরী। এতে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম তালুকদার, সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী, মোশাররফ হোসেন, টুর্নামেন্ট কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদুল ইসলাম প্রমুখ। খেলা শেষে প্রধান অতিথি ও অতিথিরা দুই দলের খেলোয়াড় ও ম্যানেজারের হাতে ট্রফি তুলে দেন।