নগরীর খুলশী থানাধীন ওয়্যারলেস গেইটের ৪ নম্বর লেইনে খনন কাজে ব্যবহৃত স্ক্যাভেটরের চাপায় মো. সজিব (১১) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল সকালে এ ঘটনা ঘটে।
খুলশী থানার ওসি শাহীনুর রহমান বলেন, সজিব নামের শিশুটি খনন কাজ চলার সময় স্ক্যাভেটরের পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ করে স্ক্যাভেটরটি চলতে শুরু করলে এর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়ে দিয়েছি। তবে শিশুটির পরিবারের পরিচয় আমরা জানতে পারেনি। স্থানীয়রা জানিয়েছেন, শিশুটি পরিবারের সাথে ওয়্যারলেস এলাকায় থাকে।












