খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে গৃহনির্মাণ সামগ্রী বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি | রবিবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৪ at ৬:২৫ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালায় সামপ্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য গৃহ নিমার্ণ সামগ্রী ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন সেনাবাহিনীর ২০ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন ( ২০ ইসিবি)। গতকাল শনিবার ইসিবির মাঠে বন্যার্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা তুলে লেফটেন্যান্ট কর্ণেল আসিফ আহমেদ তানজিল। এসময় ক্ষতিগ্রস্ত ২০ টি পরিবারের প্রত্যেককে আড়াই বান টিন ও নগদ ৫ হাজার সহায়তা দেয়া হয়। উল্লেখ্য,সামপ্রতিক বন্যায় খাগড়াছড়িতে প্রায় ৪০ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে শহীদ ও আহতদের তালিকা সঠিকভাবে উপস্থাপন করা হবে
পরবর্তী নিবন্ধজাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের সভা