খাগড়াছড়িতে অস্ত্র ও গুলিসহ ইউপিডিএফ সদস্য আটক

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ১৭ অক্টোবর, ২০২০ at ৫:০৩ অপরাহ্ণ

খাগড়াছড়ির মানিকছড়ি-রামগড় সীমান্ত এলাকা থেকে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের টোল কালেক্টর ( চাঁদা সংগ্রহকারী) কংজমারমাকে একটি এলজি, ৪ রাউন্ড কার্তুজ, ৬ টি মোবাইল ফোন, চাঁদা আদায়ের ১৫ টি রশিদ বই, নগদ আড়াই হাজার টাকা এবং নিয়মিত চাঁদা আদায়েরস্টক রেজিস্টারসহ আটক করেছে নিরাপত্তা বাহিনী।

নিরাপত্তা বাহিনী জানায় , মানিকছড়ি- রামগড় সীমান্তে সশস্ত্র সন্ত্রাসীদের অবস্থানের গোপন খবরে ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এসময় রামগড়রে সিন্দুপাড়ায় ইউপিডিএফ কর্মী কংজ মারমাকে আটক করে নিরাপত্তা বাহিনী।

রামগড় থানার ওসি মো. শামসুজ্জামান জানান, আটককৃত ব্যক্তি ও অস্ত্রসহ সকল সরঞ্জামাদি রামগড় থানায় হস্তান্তর করা হয়। আটককৃত ইউপিডিএফসদস্যের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী নিবন্ধদেশে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ২৩, নতুন শনাক্ত ১২০৯
পরবর্তী নিবন্ধধর্ষণবিরোধী লংমার্চকারীরা হামলার শিকার ফেনীতে