কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচে পরাজিত হয়ে গ্রুপ ‘জি’র তলানির দুই দল ক্যামেরুন ও সার্বিয়া এখন একে অপরকে ছাড়িয়ে যাবার লড়াইয়ে আজ মুখোমুখি হবে।
সোমবার (২৮ নভেম্বর) দোহার আল জানোব স্টেডিয়ামে লড়বে তারা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়।
ক্যামেরুন ও সার্বিয়া দুই দলই হার দিয়ে শুরু করেছে তাদের বিশ্বকাপ অভিযান। ক্যামেরুনকে ১-০ গোলে হারায় সুইজারল্যান্ড, আর সার্বিয়াকে ২-০ গোলে হারায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।
সার্বিয়া বিশ্বকাপে তাদের সবশেষ ১১ ম্যাচের মধ্যে ৯টিতেই হেরেছে। দুই দল এখন পর্যন্ত একবারই লড়েছে একে অন্যের বিপক্ষে। সে ম্যাচেও জিতেছিল সার্বিয়া। নকআউট পর্বে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে হলে ক্যামেরুনের বিপক্ষে জয়ের বিকল্প নেই সার্বিয়ার। অভিন্ন অবস্থায় আফ্রিকান দেশটিও। বৈশ্বিক আসরে দুই দলের প্রথম ম্যাচটি পরিণত হয়েছে বাঁচা-মরার লড়াইয়ে।