আমার একটি মাত্র চাওয়া আমাদের ছেলে মেয়েরা সুশিক্ষিত হবে

বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনে ফজলে করিম

রাউজান প্রতিনিধি | সোমবার , ২৮ নভেম্বর, ২০২২ at ৮:১৩ পূর্বাহ্ণ

রাউজানের এমপি এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, রাউজানের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে আধুনিক সুযোগ সুবিধার আওতায় আনা হয়েছে। নির্মাণ করে দেয়া হয়েছে নতুন নতুন ভবন। এসব করা সম্ভব হয়েছে শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতার কারণে। এখন আমার একটি মাত্র চাওয়া আমাদের ছেলে মেয়েদের সুশিক্ষিত হোক। মেধার প্রতিযোগিতা করে প্রশাসনের শীর্ষ পদে বসুক। দেশের সকল ক্ষেত্রে নেতৃত্বে এসে তারা রাউজানের ভাবমূর্তি উজ্জ্বল করুক।
গত শুক্রবার বিনাজুরী ইউনিয়নের লেলাঙ্গারা পাবলিক উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বিদ্যালয়টির উন্নয়নে দশ লাখ টাকার অনুদান প্রদান করেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী কামরুন নাহার জাফর, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। সাবেক প্রতিমন্ত্রী কামরুন নাহার তার বক্তব্যে রাউজানের মানুষের প্রয়োজনে আগামী নির্বাচনে আবারো ফজলে করিম চৌধুরীকে ভোট দিয়ে নির্বাচিত করার অনুরোধ জানান। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, থানার ওসি আবদুল্লাহ আল হারুন, স্কুল পরিচালনা কমিটির সদস্য লুৎফর নেছা, চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী, বিএম জসিম উদ্দিন হিরু, রবিন্দ্র লাল চৌধুরী, আলহাজ্ব নুরুল আমিন, ইমরান হোসেন ইমু, জিল্লুর রহমান মাসুদ, শাখাওয়াত হোসেন পিবলু, ফয়সল মাহমুদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে বাধা দেবে না সরকার : কাদের
পরবর্তী নিবন্ধক্যামেরুন ও সার্বিয়ার বাঁচা-মরার লড়াই