বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান বলেছেন, রমজান আসে আমাদের জীবনকে বদলে দিতে। মানুষের ভেতরে লুকিয়ে থাকা পাশবিক সত্তাকে দমন করে মানবিক সত্তাকে উচ্চকিত করার জন্য। রমজান মাস যদি আমাদের চরিত্রে সেই পরিবর্তন না আনতে পারে তাহলে রোজার উদ্দেশ্য ব্যর্থ হয়ে যায়। কোরআনভিত্তিক একটা মানবিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) চট্টগ্রাম শাখার উদ্যোগে চট্টগ্রাম ক্লাবে গতকাল শুক্রবার রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এনডিএফ চট্টগ্রাম মহানগরী শাখার সভাপতি অর্থোপেডিক সার্জন ডা. এটিএম রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক প্রো–ভিসি ড. আবু বকর মো. রফিক।
বিশেষ অতিথি ছিলেন এনডিএফ কেন্দ্রীয় সহ–সভাপতি চক্ষু রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. একেএম ওয়ালিউল্লাহ, নগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ, এনডিএফ’র কেন্দ্রীয় সহ–সভাপতি ডা. এ কে এম ফজলুল হক। এনডিএফ চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি ডা. মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় ইফতার মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে দারস পেশ করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মাহমুদুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএমএ চট্টগ্রাম শাখার সাবেক সাধারণ সম্পাদক ও ডক্টরস এসোসিয়েশন বাংলাদেশ (ড্যাব) চট্টগ্রাম শাখার উপদেষ্টা ডা. খুরশীদ জামিল চৌধুরী, ড্যাব চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সভাপতি প্রফেসর ডা. জসিম উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. জসিম উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল ডা. তসলিম উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. এম এ রউফ, ইউএসটিসি মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. এ এম এম এহতেশামুল হক, ডা. আব্বাস উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. কাজী সাইফুল আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।