কুমড়ো ফুলের হলুদ হাসি
শীত সকালে মাঠে
শীতের বিকেল দলে দলে
যায় হাটুরে হাটে।
মাঘের শীতে ঠকঠকাঠক
কাঁপছে ছেলে,বুড়ো
তারই সাথে কাঁপছে দেখো
বাবার নগেন খুড়ো।
বিন্নী চালের পিঠা পায়েস
খেজুর রসের সাথে
মা চাচীরা তৈরি করে
দেয় সকলের হাতে।
দূরের মাঠে সর্ষে ফুলের
ঢেউ খেলানো খেলা
চাদর গায়ে আদর মেখে
খোকাখুকির মেলা।