কালুরঘাট সেতুর উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কা, কলেজছাত্র নিহত

বোয়ালখালী প্রতিনিধি | শনিবার , ১৭ মে, ২০২৫ at ৯:৫১ অপরাহ্ণ

কালুরঘাট সেতুর উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কা খেয়ে মুহাম্মদ আসিফ (১৯) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে।

শনিবার (১৭ মে) বিকেলে কালুরঘাট সেতুর পূর্ব প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসিফ উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ মুন্সি পাড়া তুলাতল এলাকার সায়ের আহমেদের ছেলে। সে কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

তাঁর প্রতিবেশীরা বলেন, পিকআপের পেছনে দাঁড়িয়ে পাড় হচ্ছিল আসিফ। সেতু থেকে নামার সময় সেতুর উচ্চতা প্রতিবন্ধকের সঙ্গে মাথায় ধাক্কা লেগে অজ্ঞান হয়ে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আসিফ নানার বাড়ি রাঙ্গুনিয়া থেকে পিকআপে করে বিক্রির জন্য ১টি গরু ও কাঁঠাল নিয়ে বাড়িতে ফিরছিলেন।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, কালুরঘাট সেতুর উচ্চতা প্রতিবন্ধকের সাথে ধাক্কা লেগে আহত এক যুবককে হাসপাতালে আনা হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতা বহিষ্কার
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে সাগরে গোসল করতে নেমে নিখোঁজ কিশোর