কালুরঘাটে ছিনতাইকারী সাদ্দাম গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২০ মে, ২০২৫ at ৮:৫৭ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও থানাধীন কালুরঘাট এলাকা থেকে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মো. সাদ্দাম। গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বান্দরবান জেলার ইসলামপুর এলাকার বাসিন্দা, থাকতেন চান্দগাঁও থানাধীন কাজিরহাট এলাকায়।

চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন আজাদীকে বলেন, গ্রেপ্তার সাদ্দাম কালুরঘাট বিসিক শিল্প এলাকার শীর্ষ ছিনতাইকারী। ওই এলাকায় তিনি দীর্ঘদিন যাবৎ ছিনতাই করে আসছিলেন। তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। গ্রেপ্তার পরবর্তী মো. সাদ্দামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি আফতাব উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামস্থ ভোলা জেলার ২৫ সংগঠনের আট দফা দাবি আদায়ে মানববন্ধন