কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজের গভর্নিং বডির সভা

| বৃহস্পতিবার , ১৬ মে, ২০২৪ at ৮:০৫ পূর্বাহ্ণ

কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজের গভর্নিং বডির সভা গতকাল বুধবার সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কলেজ গভর্নিং বডির সভাপতি চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মোছাম্মদ রাশেদা আক্তার, কলেজ গভর্নিং বডির সদস্য কাউন্সিলর নূর মোস্তফা টিনু, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নূরবানু চৌধুরী, ইঞ্জিনিয়ার এস এম শহীদুল আলম, এস এম শহীদুল ইসলাম, মোহাম্মদ ইউনুছ চৌধুরী, ইকবাল আলী নেওয়াজ, রিমি চৌধুরী, হাসনা হেনা চৌধুরী, . ইউসুফ ইকবাল, এনামুল হক প্রমুখ। সভায় কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নুরবানু চৌধুরী কলেজের বিভিন্ন উন্নয়ন এবং একাডেমিক কর্মকাণ্ড সম্পর্কে মেয়রকে অবহিত করেন। মেয়র কলেজের ফলাফল এবং বিভিন্ন কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে বলেন, ডিজিটালের পথ ধরে আমরা এখন স্মার্ট বাংলাদেশের দ্বারপ্রান্তে। ভবিষ্যতে মুক্তিযুদ্ধের চেতনায় যোগ্য, মেধাবী ও স্মার্ট নেতৃত্ব তৈরি করে বঙ্গবন্ধুর স্বপ্নের তথা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে এ কলেজ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআমদানিকৃত কাঁচামাল দ্রুত খালাসসহ ব্যবসায়িক প্রক্রিয়া সহজীকরণের দাবি
পরবর্তী নিবন্ধতুরস্কের ব্যবসায়ীদের চট্টগ্রাম ও কক্সবাজারে বিনিয়োগের আহ্বান