কবিগুরু বিভাস গুহ | সোমবার , ৮ মে, ২০২৩ at ৬:০৯ পূর্বাহ্ণ কাব্যগানে করলে তুমি বিশ্বটাকে জয় সাহিত্যাকাশে নামটি তোমার শাশ্বত অক্ষয়। রবি তুমি বাংলা কাব্যের ছড়াও আলো নিত্য তোমার প্রেমে মুগ্ধ সবে চিরন্তন এ সত্য। উজ্জ্বল আজো সৃষ্টি তোমার সাহিত্যের এই হাটে মহাজনরা তাইতো ছুটে সোনার তরীর ঘাটে।