সম্পর্ক এমনই হয়

হ্যাপি ব্যানার্জ্জী | সোমবার , ৮ মে, ২০২৩ at ৬:০৯ পূর্বাহ্ণ

মানুষ কখনো কখনো একেঅপরের নাম শুনতে পারে না, পেশানেশাচেহারা কোনো কিছু নিদিষ্ট মানুষটার পছন্দ হয় না। হতে পারে কোনো ঝামেলা বা কোনো সমস্যা অতীতের থাকতে পারে। কিন্তু সময় কি একটা জায়গায় থমকে থাকে? সময় সময়ের গতিতে চলতে থাকে। একটা সময় যেটা তাঁর পছন্দ ছিল না সেটা বর্তমানে হয়তো তাঁর সামনে সব সময় অবস্থান করে। তখন সে ব্যক্তিকে বাধ্য হয়ে মেনে নিতে হয়।

এমনও আছে ঘরের মধ্যে একে অপরকে সম্মান করে না, কিন্তু বাইরে কোথাও একে অপরকে যথেষ্ট সম্মান দিয়ে তৃতীয় ব্যক্তির সাথে কথা বলে। এমনও আছে, নিজেদের মধ্যে মতের অমিল থাকুক তবুও জীবনের নিয়ম মেনে নিয়ে কিংবা ভাগ্যর ওপর দোষ দিয়েও সব কিছু নীরবে মেনে নেয়। সামনে থাকলে যত মানঅভিমান কিংবা একে অপরের অন্যের কাছে যতই অভিযোগ থাকুক, যতই মনে হোক একা একা ছিলাম এতোক্ষণ ভালো ছিলাম, শান্তিতে ছিলাম, তবুও এই মানুষটা দূরে কোথাও গেলে না পৌঁছানো পযর্ন্ত রাতে ঘুম আসে না। জীবনের গতি পরিবর্তন হয়…. সম্পর্ক পরিবর্তন হয়। অনুভূতি পরিবর্তন হয়, কখনো কখনো রাগ, মানঅভিমানগুলোও সরলরেখায় পরিণত হয়, হতে বাধ্য হয়।

পূর্ববর্তী নিবন্ধকবিগুরু
পরবর্তী নিবন্ধবিশ্ব থ্যালাসেমিয়া দিবস ও সিউল আন্তর্জাতিক সম্মেলন