এশিয়ান গেম্‌সে বাংলাদেশের প্রতিনিধি হয়ে চীনে গেলেন ড. সিরাজউদ্দিন মো. আলমগীর

| শুক্রবার , ২২ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:২০ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি’র আয়োজনে চীনের হ্যাংজুতে অনুষ্ঠিতব্য ১৯তম এশিয়ান গেম্‌স ২০২৩ এ ন্যাশনাল অলিম্পিক কমিটি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে গেছেন ড. সিরাজউদ্দিন মো. আলমগীর। ড. আলমগীর ২১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হ্যাংজুতে অবস্থান করবেন এবং বাংলাদেশ থেকে গমনকারী দলসমূহের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। ২০০৭ থেকে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকারী ড. আলমগীর ১৯৯৬ সনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হন এবং ২০০৪ থেকে ২০১২ সন পর্যন্ত পরিচালক হিসেবে দায়িত্বপালন করেন।