এলিট সোসাইটি বাংলাদেশের ঈদ পুনর্মিলনী

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ২০ এপ্রিল, ২০২৪ at ৮:৫৮ পূর্বাহ্ণ

বায়তুশ শরফ আদর্শ মাদ্রাসার সহপাটি বন্ধুদের সেবামূলক সংগঠন ‘এলিট সোসাইটি বাংলাদেশ’র উদ্যোগে ঈদ পুনর্মিলনী গত বৃহস্পতিবার চট্টগ্রাম শহরের দামপাড়া পুলিশ লাইন সংলগ্ন একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। রাত ৮টা থেকে অনুষ্ঠানে বন্ধুদের শতাধিক পরিবার পরিজনদের নিয়ে মানবিক কর্মকাণ্ড, গৃহিণীদের সম্মাননা প্রদান ও আনন্দ আড্ডায় প্রাণবন্ত উৎসবের রূপ লাভ করে।

এলিট সোসাইটির সভাপতি শফিউল আযমের সভাপতিত্বে ও আবৃত্তিকার দিদারুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন সোলতান মোমেন, নাজিম উদ্দিন, মো. সেলিম উদ্দিন, সাতকানিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২৫তম ব্যাচের সভাপতি সৈয়দ জাবেদ হোসেন, সিনিয়র সহসভাপতি আবদুল আজিজ, সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, কুতুবুল আলম, তারেক চৌধুরী। এলিট সোসাইটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন গিয়াস উদ্দিন, মো. সেলিম উদ্দিন, বাহাদুর, নাসির উদ্দিন, মফিজ উদ্দিন, আবদুল্লাহ, সালাউদ্দিন শামীম, শাহাদাত হোসেন, আকবর হোসেন, মাহাবুবুল আলম, বখতিয়ার জামাল, ওবায়দুল হক, জাহাঙ্গীর আলম, এম এ হালিম বাবলু, মামুন আল হাসান, শাহাজাহান, জাবেদ মোরশেদ, মো. হোসেন, নাজিম উদ্দীন, আবদুর রহিম। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি মাহবুব পলাশ। হামদ ও নাত পরিবেশন করে হাফেজ মাওলানা মফিজ উদ্দিন ও নাওরান নাজরানা।

অনুষ্ঠানে সেরা গৃহিণী হিসেবে পুরস্কার লাভ করেন তাছমিন আক্তার, তাছলিমা চৌধুরী সুরভী, মনিরা রহমান, আফরাতুন নুর, কামরুন নাহার, ফাতেমা খানম, জান্নাত আরা বেগম, লতিফুন্নেছা চৌধুরী, তাছলিমা আক্তার, আকলিমা বেগম, ইছমত আরা, নার্গিস আক্তার, কুসুম, তাহমিনা, শাহীন, ইতু, শাহানাজ, নাজমা, রুমা, নাজমা, বিলকিছ, রুমানা ও জেসি।

পূর্ববর্তী নিবন্ধমহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ে এসএসসি ৮৭ ব্যাচের পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধদীঘিনালায় শেষ হলো বৈসুর আনুষ্ঠানিকতা