এনআইডি-জন্মনিবন্ধন তৈরি চক্রের তিন সদস্য আটক

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩০ মার্চ, ২০২৩ at ৫:৪২ পূর্বাহ্ণ

রোহিঙ্গাদের জন্য এনআইডি, জন্মনিবন্ধন সার্টিফিকেট তৈরি চক্রের তিন সদস্যকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। তিন সদস্য হলেন, মো. রাজু শেখ, মো. মাহমুদুল রিয়াদ ও নয়ন শেখ।

গত মঙ্গলবার ঢাকার আগারগাঁওয়ের পাসপোর্ট অফিসের সামনের রাস্তার বন্ধু টেলিকম নামের একটি দোকান থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জালিয়াতির মাধ্যমে প্রস্তুতকৃত রোহিঙ্গাদের জন্য ৩ টি এনআইডি ও ৫ টি জন্মনিবন্ধন সার্টিফিকেট জব্দ করা হয়। পাশাপাশি জালিয়াতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদিও জব্দ করা হয়। নগর গোয়েন্দা পুলিশের (উত্তর) উপকমিশনার নিহাদ আদনান তাইয়ান আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, চট্টগ্রামে ইতিমধ্যে দায়ের হওয়া মামলার তদন্তের ধারাবাহিকতায় অভিযান চালিয়ে এ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা বছর খানেক ধরে রোহিঙ্গাদের জন্য বাংলাদেশি পাসপোর্ট, এনআইডি ও জন্মনিবন্ধন সার্টিফিকেট জালিয়াতির মাধ্যমে প্রস্তুত করে আসছে। উপকমিশনার আরো বলেন, চক্রটি জালিয়াতির মাধ্যমে প্রস্তুতকৃত এনআইডি ও জন্মনিবন্ধন সার্টিফিকেট তৈরি করে তা রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট প্রাপ্তিতে কাজ করে আসছিলো। আগেও এ চক্রের কয়েকজন সদস্য নগর গোয়েন্দা পুলিশের হাতে আটক হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।