একজন শিক্ষকের গবেষণা শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে উপাচার্য প্রফেসর ড. আওরঙ্গজেব

| মঙ্গলবার , ১১ জানুয়ারি, ২০২২ at ৬:২২ অপরাহ্ণ

আন্তর্জাতিক স্কোপাস গবেষণা র‌্যাংকিং-২০২১ এ বিজিসি ট্রাস্ট ইউনিভাসিটি’র ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক ড. তালহা বিন ইমরান বাংলাদেশী গবেষকদের মধ্যে শীর্ষস্থান লাভ করায় অভিনন্দন জ্ঞাপন।

আন্তর্জাতিক স্কোপাস গবেষণা র‌্যাংকিং-২০২১ এর প্রকাশিত তালিকায় বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক ড. তালহা বিন ইমরান বাংলাদেশের গবেষকদের মধ্যে শীর্ষস্থান অধিকার করেছে।

২০২১ সালে ৯৪টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত করার মাধ্যমে ড. তালহা বিন ইমরান এই কৃতিত্ব অর্জন করেন।

তালহা বিন ইমরানের কৃতিত্বে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম আওরঙ্গজেব তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

এ সময়ে উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম. আওরঙ্গজেব বলেন,“একজন শিক্ষকের গবেষণা শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন ক্ষেত্রে বহুমুখী গবেষণার মাধ্যমে পৃথিবী আজ এগিয়ে যাচ্ছে এবং প্রতিটি গবেষণার সুফল দেশ ও তার জনগণ ভোগ করে। তালহা বিন ইমরান গবেষণায় তার নিজের কৃতিত্ব অর্জনের পাশাপাশি দেশের এবং বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সুনামও বৃদ্ধি করেছেন সেজন্য আমি তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।”

বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরাও নিজেদের আরও বেশি গবেষণায় নিয়োজিত করে দেশের উন্নয়নে সহায়তার পাশাপাশি বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সুনাম আরও উচ্চতায় নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এসময়ে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর রেজিস্ট্রার এ.এফ.এম আখতারুজ্জামান কায়সার, ব্যবসা প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. মো. সরোয়ার উদ্দিন, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অনিন্দ্য কুমার নাথ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. সালাহউদ্দিন চৌধুরী, ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার উপস্থিত ছিলেন।

সহকারী অধ্যাপক ড. তালহা বিন ইমরানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম আওরঙ্গজেব।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় শিক্ষার্থীদের টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন
পরবর্তী নিবন্ধকাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিট চালু দুই বছর পর