সাতকানিয়ায় শিক্ষার্থীদের টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন

সাতকানিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১১ জানুয়ারি, ২০২২ at ৬:০৭ অপরাহ্ণ

সাতকানিয়ায় ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে এ টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল মজিদ ওসমানী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিম শরীফ।

এ কার্যক্রমে সাতকানিয়ার স্কুল-কলেজ ও মাদ্রাসার ১২-১৮ বছর বয়সী ৪৭ হাজার ৫শ’ শিক্ষার্থীকে টিকা প্রদান করা হবে বলে জানান তিনি।

টিকা প্রদান করা হচ্ছে উপজেলা পরিষদ মিলনায়তন, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়েরের কার্যালয়, চিব্বাড়ি এম এ মোতালেব কলেজ, কেরানীহাট এলাইট প্রিমিয়ার স্কুল এন্ড কলেজ ও শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে।

পূর্ববর্তী নিবন্ধসাদার্ন ইউনিভার্সিটিতে একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধএকজন শিক্ষকের গবেষণা শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে