৬৩৪ ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর-এর মৃত্যু।
১৩২০ গাজি মালিকের হাতে নাসিরুদ্দিন খসরু পরাজয় বরণ করেন।
১৫৯৯ ইতালীয় সংগীতস্রষ্টা লুকা মারেনৎসিও-র মৃত্যু।
১৬০২ মোগল যুগের ঐতিহাসিক ও সম্রাট আকবরের মন্ত্রী আবুল ফজল নিহত হন।
১৬৪২ ইল্যান্ডে গৃহযুদ্ধ শুরু হয়।
১৬৪৭ ফরাসি পদার্থবিদ ও উদ্ভাবক দনি পাপ্যাঁ-র জন্ম।
১৬৬৬ পারস্য সম্রাট আব্বাস সাফাবি-র (দ্বিতীয়) মৃত্যু।
১৮১৮ ভারতের প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের মৃত্যু।
১৮২৮ জার্মান স্নায়ুশরীরতত্ত্ববিদ ফ্রান্ৎস্ ইয়োসেফ গল-এর মৃত্যু।
১৮৬২ ফরাসি সংগীতস্রষ্টা ক্লোদ দ্যবুসি-র জন্ম।
১৮৬৪ আন্তর্জাতিক রেডক্রস সংস্থা প্রতিষ্ঠিত হয়।
১৮৭৪ জার্মান দার্শনিক মাঙ শেলের-এর জন্ম।
১৮৭৭ ভারততত্ত্ববিদ আনন্দ কেন্টিস কুমারস্বামী-র জন্ম।
১৯১১ রবীন্দ্র সঙ্গীতশিল্পী দেবব্রত বিশ্বাসের জন্ম।
১৯১৫ নাট্যকার ও পরিচালক শম্ভু মিত্রের জন্ম।
১৯২৭ মিথ্যা মামলায় আমেরিকার দুই বামপন্থী শ্রমিক নেতা সাঙ্কো ও ভানজেত্তি-কে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
১৯৩২ বিবিসি-র নিয়মিত টিভি সম্প্রচার কার্যক্রম প্রথম শুরু হয়।
১৯৪০ পদার্থবিদ স্যার অলিভার জোসেফ লজ-এর মৃত্যু।
১৯৪২ জার্মান সেনাবাহিনী স্তালিনগ্রাদ অবরোধ করে।
১৯৫৮ নোবেলজয়ী (১৯৩৭) ফরাসি সাহিত্যিক রঝা মার্তাঁ দুগার-এর মৃত্যু।
১৯৯১ রুশ প্রজাতন্ত্রের পতাকা থেকে কাস্তে হাতুড়ি সরিয়ে দেন রাষ্ট্রপতি বরিস ইয়েলেৎসিন।