উখিয়ায় চোরাইপথে আসা মিয়ানমারের অবৈধ ওষুধ বিক্রি হচ্ছে দেদারছে। এমন অভিযোগে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার অভিযানকালে দুই ফার্মেসিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তাজ উদ্দীন। তিনি জানান, শনিবার রাতে উখিয়ার কোর্টবাজার স্টেশনের অরিয়ন ফার্মেসি ও এসএমসি মেডিকেল হলে বিদেশি ওষুধ মজুদ রাখার খবরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
উখিয়া থানা পুলিশের সহযোগিতায় এ সময় চোরাইপথে আসা মিয়ানমারের তৈরি অমিডন ও মেয়াদোত্তীর্ণ সার্জিক্যাল ব্লেড জব্দ করা হয়। এ সময় আমদানি নিষিদ্ধ বিদেশি ওষুধ রাখার দায়ে ওই দুই ওষুধের দোকান মালিক থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।