উখিয়ায় ১ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

উখিয়া প্রতিনিধি | রবিবার , ১২ মে, ২০২৪ at ৯:১৬ অপরাহ্ণ

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদের নির্বাচনে এক জন চেয়ারম্যান পদ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে জানা গেছে।

ঘোষিত তফসিল অনুযায়ী রবিবার (১২ মে) ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এ দিন চেয়ারম্যান পদে উখিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম প্রার্থিতা প্রত্যাহার করেন বলে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তা মুহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, নির্বাচনের তফসিল ঘোষণার পর এ উপজেলায় চেয়ারম্যান পদে মোট ৪ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে ৫ মে  মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে সব প্রার্থীর প্রার্থিতা বৈধতা পায়। বৈধ প্রার্থীর ৪ জনই সরকার দলীয় আওয়ামী লীগের। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ ১৩ মে এবং ভোট ২৯ মে স্বচ্ছ ব্যালটের মাধ্যমে।

রবিবার ১২ মে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে উপজেলা থেকে সর্বশেষ চূড়ান্ত প্রার্থীর তালিকায় রয়েছেন চেয়ারম্যান পদে ৩ জন। এরা হলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর চৌধুরী ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী।

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তা মুহাম্মদ মিজানুর রহমান বলেন, চেয়ারম্যান পদে ১ জন ও ভাইস চেয়ারম্যান পদে ১ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। নির্বাচনের মাঠে চেয়ারম্যান পদে রয়েছেন আর ৩ জন প্রার্থী। ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন রয়েছে তারা কেউ প্রত্যাহার করেনি।

ভাইস চেয়ারম্যান পদে যারা নির্বাচনের মাঠে রয়েছেন, তারা হলেন উখিয়া উপজেলা পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু, উখিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক রাসেল চৌধুরী, উখিয়া প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি সাংবাদিক গফুর মিয়া চৌধুরী ও পালংখালী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার গফুর উল্লাহ।

সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা নির্বাচনের মাঠে রয়েছেন, তারা হলেন উখিয়া উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উখিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুনেচ্ছা বেবি, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহিন আক্তার ও মরিচ্যা বাজারের সানজিদা আক্তার নুরী।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় মোট ১লাখ ৫১ হাজার ৫৬৪ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ৭৮ হাজার ৫৫০জন। তৎমধ্যে মহিলা ভোটার ৭৩ হাজান ১৪ জন। ভোট কেন্দ্র ৬২ টি। ভোট কক্ষ (বুথ) রয়েছে ৩৫৫টি, তার মধ্য স্থায়ী বুথ ৩৪৪টি ও অস্থায়ী বুথ ১১টি।

এবারই প্রথম এই নির্বাচনে উখিয়ার ভোটাররা ইভিএমে ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন।

পূর্ববর্তী নিবন্ধসবুজায়নে সোশ্যাল মুভমেন্ট এন্ড ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সেমিনার
পরবর্তী নিবন্ধকেন্দ্রীয় নেতাদের সঙ্গে চট্টগ্রাম মহানগর আ.লীগের রুদ্ধদ্বার বৈঠক