নগরীর চকবাজার থানাধীন চট্টগ্রাম কলেজের হোস্টেল গেটের বিপরীত পাশে অবস্থিত ইসলামী সমাজ কল্যাণ পরিষদের দখলে থাকা সম্পত্তি নিয়ন্ত্রণে নিয়েছে জেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত সেখানে উচ্ছেদ অভিযান চালান। এ বিষয়ে তিনি বলেন, নিয়ন্ত্রণে নেওয়া সম্পত্তি সরকারের। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ নামের প্রতিষ্ঠান লিজ নিয়ে দীর্ঘদিন ধরে সেখানে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল। মূলত ভিপি মামলা নং–৯৮/৬৭–৬৮ মূলে প্রতিষ্ঠানটিকে উক্ত সম্পদ লিজ দেওয়া হয়। কিন্তু ২০১৮ সাল থেকে তারা আর লিজ নবায়ন করে নাই এবং তাদের কার্যক্রমও বন্ধ ছিল। এমতাবস্থায় তাদের লিজ বাতিল করা হয়েছে এবং উক্ত সম্পত্তি সম্পূর্ণভাবে সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।
ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, অভিযান পরিচালনাকালে সেখান থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের প্রচুর বই, ব্যানার, চাঁদার রশিদ এবং বিপুল পরিমাণ সরকার বিরোধী পুস্তিকা জব্দ করা হয়। দ্বিতল বিশিষ্ট ভবনটিতে তালা এবং জব্দ করা মালামাল বুঝে নেয়ার জন্য নোটিশ ঝুলিয়ে দেওয়া হয় বলেও জানান তিনি। জেলা প্রশাসনসূত্র জানায়, অভিযানকালে চকবাজার থানার পুলিশের একটি টিম আইন–শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।