ইলশেগুঁড়ি

সুবর্ণা দাশ মুনমুন | বুধবার , ৭ জুন, ২০২৩ at ৫:৪৯ পূর্বাহ্ণ

দুপুর যেতেই রোদের ছুটি

আকাশ পাড়ায় মেঘ

চুল উড়িয়ে হল্লা করে

পাগলা হাওয়ার বেগ।

আকাশ যেন আস্তে খুলে

বুকের ঘরের খাপটা।

দূর পাহাড়ের মাথার ওপর

ইলশেগুড়ির ঝাপটা

ইলশেগুঁড়ি ইলশেগুঁড়ি,

হাসছ আপন মনে

চাইলে বুঝি ঝরতে পারো

দূরের জোনাক বনে?

ইলশেগুঁড়ির চোখের পাতায়

বৃষ্টি নামে ঝুম

সিঁদুর মেঘের টিপ সরিয়ে

পরালো কুমকুম।।

তাল সুপুরির চিরল পাতায়

এলিয়ে দিল গা

আদুল আদুল চাঁদপনা রং

ইলশেগুঁড়িটা।