আস্থাশীল নৌ-যাতায়াত ব্যবস্থা চায় সন্দ্বীপবাসী

| সোমবার , ৯ ডিসেম্বর, ২০২৪ at ৭:০৪ পূর্বাহ্ণ

সন্দ্বীপ বাংলাদেশের একটি অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যধারী উপজেলা। সন্দ্বীপের চারদিক সমুদ্রে ঘেরা হওয়ায় শহরের সাথে এর একমাত্র যাতায়াত ব্যবস্থা হলো নৌপথ। অথচ এই নৌপথ পাড়ি দিতে প্রচুর ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। অসুস্থ ব্যক্তি, বৃদ্ধ, শিশু ও মহিলাদের হয়রানির শিকার হতে হয় সবচেয়ে বেশি। সমুদ্রে ভাটার সময় হাঁটু পরিমাণ কাদার মধ্যে হেঁটে নৌযানে উঠতে হয়। ইমার্জেন্সি কোনো রোগীকে শহরের হাসপাতালে নিতে প্রচুর অসুবিধায় পড়তে হয়। আবহাওয়া খারাপ থাকলে একমাত্র যাতায়াত ব্যবস্থাও বন্ধ হয়ে যায়। প্রতিকূল আবহাওয়ায় যাত্রীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পাড়ি দেয়। সন্দ্বীপের বহু মানুষ প্রাণও হারিয়েছে নৌপথে। যুগ যুগ ধরে সন্দ্বীপের মানুষ যাতায়াতের জন্য সংগ্রাম করে যাচ্ছে। সন্দ্বীপের মানুষ এই ভোগান্তির শেষ চায়। উল্লেখ্য, সন্দ্বীপ পর্যটন কেন্দ্র উপযোগী একটি দ্বীপ। সুতরাং পর্যটন গড়ে তুলতে ও পর্যটকদের যাতায়াতের বিবেচনায়ও সন্দ্বীপের যাতায়াত ব্যবস্থার সমাধান দরকার। তাই সন্দ্বীপবাসীর যাতায়াত ভোগান্তির সমাপ্তিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

কাজী মালিহা আকতার

শিক্ষার্থী

উদ্ভিদবিজ্ঞান বিভাগ,

চট্টগ্রাম কলেজ।

পূর্ববর্তী নিবন্ধবেগম রোকেয়া : নারী মুক্তি আন্দোলনের অন্যতম পথিকৃৎ
পরবর্তী নিবন্ধজীবিকা নয় জীবন